Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ নভেম্বর ২০২০

সকল উন্নয়নের মূল কেন্দ্র হলো কৃষি,পরিচালক, কৃষি তথ্য সার্ভিস


প্রকাশন তারিখ : 2020-11-11

                           

কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় ৮ নভেম্বর কৃষি সম্পসারণ অধিদপ্তর যশোর প্রশিক্ষণ হলে দুই দিন ব্যাপী আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি তথ্য সার্ভিস পরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যকালে বলেন, বঙ্গবন্ধুর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত কাজ করে চলেছেন।

সরকারের নির্বাচনী অঙ্গীকারের ২১ দফার অন্যতম দফা হলো  পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা, কৃষি যান্ত্রিকীকরণ করা, আধুনিক কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ করা। এসব লক্ষ্যকে সামনে রেখে যোগ্য, অভিজ্ঞ, দূরদর্শী ও আর্ন্তজাতিকভাবে স্বীকৃত বিজ্ঞানী মাননীয় কৃষি মন্ত্রী বহুমূখী পদক্ষেপ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না, কাউকে না খাইয়ে রাখা যাবে না এবং সকলের জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে কৃষি মন্ত্রণালয় নানা কর্মসূচী গ্রহণের মাধ্যমে কাজ করে যাচ্ছে। সকল উন্নয়নের মূল কেন্দ্র হলো কৃষি উল্লেখ করে পরিচালক বলেন, বর্তমান সরকারের কৃষি নীতি ও তা বাস্তবায়ন করার আন্তরিকতার কারণে দুর্ভিক্ষ ও নৈরাজ্যের দেশ থেকে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

উন্নয়নের এ অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আধুনিক কৃষি প্রযুক্তির কোন বিকল্প নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শেখ ফজলুল হক মনির সঞ্চলনায় ডিএই যশোর উপপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণে যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৫টি এআইসিসি’র ৩০জন সদস্য অংশগ্রহণ করেন। এর আগে পরিচালক কৃষি তথ্য সার্ভিস যশোরের বাঘারপাড়ায় গাইদঘাট কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র পরিদর্শন ও মত বিনিময়কালে মাননীয় কৃষি মন্ত্রীর বিজ্ঞান ভিত্তিক ধ্যান ধারনাকে কাজে লাগিয়ে কৃষি উন্নয়নে এগিয়ে আসার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

এ সময় তিনি বলেন, সারা দেশের এআইসিসিগুলিকে আরো দক্ষ ও কার্যকর করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। কৃষি তথ্য সার্ভিস থেকে একটা হাব তৈরী হবে যার মাধ্যমে আগামী দিনে যে কৃষি প্রযুক্তি আসবে তা তাৎক্ষনিকভাবে সারা দেশের কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রগুলির মাধ্যমে সকল কৃষক জানতে পারবে। বন্দবিলা ইউপি চেয়ারম্যান মোঃ সবদুল হোসেন খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় এআইসিসি’র সদস্যবৃন্দসহ এলাকার শতাধিক কৃষক/কৃষাণী উপস্থিত ছিলেন।